পদ্মা ব্যাংকে এফডিআর করে রাখা জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের ৫৩৬ কোটি টাকা আদায়ে মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলেছে সংসদীয় স্থায়ী কমিটি।

মঙ্গলবার সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪১তম বৈঠকে এ সুপারিশ করা হয়।

সংসদ ভবনে কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপমন্ত্রী হাবিবুন নাহার এবং খোদেজা নাসরিন আক্তার হোসেন বৈঠকে অংশ নেন।

সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটির আগামী বৈঠকে এ বিষয়ে পদ্মা ব্যাংককে হালনাগাদ তথ্য জানাতে হবে বলে সাংবাদিকদের জানান কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী।

বৈঠক শেষে তিনি বলেন, “উদ্বেগের সঙ্গে লক্ষ্য করলাম আমরা কিছু অর্থ দিয়েছিলাম ফারমার্স ব্যাংকে, পরবর্তীতে সেটা হয়েছে পদ্মা ব্যাংক। আমরা সেটার আপডেট তথ্য চেয়েছি, যা কমিটির পরবর্তী বৈঠকে আসবে।”

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুনঃ