পরিবেশ দূষণের দায়ে সাভারের চামড়াশিল্প নগর বন্ধ করতে শিল্প মন্ত্রণালয়কে চিঠি পাঠাবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে কমিটি জানিয়েছে, চামড়াশিল্প নগর বন্ধ হচ্ছে। বর্জ্য পরিশোধনের পরিপূর্ণ ব্যবস্থা নিয়ে এই শিল্পনগর চালাতে হবে।

গত ২৩ আগস্ট পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে না হওয়ায় সাভারের চামড়াশিল্প নগর আপাতত বন্ধ রাখার সুপারিশ করে। এরপর শিল্প মন্ত্রণালয় একটি টাস্কফোর্স গঠন করেছিল। তবে এখনো সেখানে বর্জ্য পরিশোধনের যথাযথ ব্যবস্থা তৈরি হয়নি। সোমবার সংসদীয় কমিটির বৈঠকে বিষয়টি আবার আলোচনায় ওঠে। বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের একজন প্রতিনিধিও উপস্থিত ছিলেন।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুনঃ